আজ শুক্রবার ০১ নভেম্বর ২০২৪ যথাযোগ্য আয়োজনে নির্ধারিত প্রতিপাদ্যকে উপজীব্য করে মান্দা উপজেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত যুব আত্মকর্মী যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকল্পধারী ঋণগ্রহী তারা উপস্থিত ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ নুরুজ্জামান এবং অফিসার ইনচার্জ মান্দা থানা জনাব মোঃ মনসুর রহমান অনুষ্ঠানে সঞ্চালনা এবং সভাপতিত্ব করেন মোঃ দুরুল হোদা। যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে ১৬ জন যুব পুরুষ ও নারী ২২ লাখ ৯০ হাজার টাকা ঋনের চেক গ্রহণ করে। অনুষ্ঠানের অংশ হিসেবেএকজন আত্মকর্মীর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস